Stock Market Journal

বিএসইসির কমিশনার হিসেবে নিয়োগ পেলেন আব্দুল হালিম

নিজস্ব প্রতিবেদকঃ
পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার হিসেবে‌ শিল্প মন্ত্রণালয় থেকে সদ্য অবসরে যাওয়া সচিব আব্দুল হালিমকে নিয়োগ দিয়েছে সরকার।
গতকাল (২ জুন) মঙ্গলবার, তাকে বিএসইসির কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থমন্ত্রণালয়। এতে স্বাক্ষর করেন উপসচিব ড. নাহিদ হোসেন।

প্রজ্ঞাপনে বলা হয়, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন- ১৯৯৩ এর ধারা ৫ ও ৬ এর বিধানাবলি প্রতিপালন করতে মো. আব্দুল হালিমকে চার বছরের জন্য বিএসইসির কমিশনার হিসেবে নিয়োগ করা হলো।

শিল্প মন্ত্রণালয় সচিব হিসেবে দায়িত্ব পালন করা আব্দুল হালিম গত ২৭ মে অবসরে যান। অবসরে যাওয়ার ছয় দিনের মাথায় তাকে বিএসইসির কমিশনার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো। এর মাধ্যমে পূর্ণাঙ্গ হলো বিএসইসির কমিশন।

উল্লেখ্য, গত ১৭ মে বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব নেন বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। এবং গত ২০ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মিজানুর রহমান ও অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদকে কমিশনার হিসেবে নিয়োগ দেয় সরকার।
এসএমজে/২৪/রা