পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে বিদায় নিলেন কমিশনার হেলাল উদ্দিন নিজামী। এর ফলে গুরুত্বপূর্ণ সংস্থাটির চার কমিশনার পদের মধ্যে তিনটি ফাঁকা হলো। বর্তমানে দায়িত্বে রয়েছন চেয়ারম্যানের সঙ্গে এখন মাত্র একজন কমিশনার। গণমাধমের বরাতে বিষয়টি জানা যায়।
বর্তমানে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘ সময় ধরে বাংলাদেশের পুঁজিবাজারে লেনদেন বন্ধ রয়েছে। পুঁজিবাজারের ইতিহাসে এর আগে কখনও এত দীর্ঘ সময় বাজার বন্ধ থাকেনি। দেশব্যাপী চলছে সাধারণ ছৃটি ও লকডাউন। এতে কবে নাগাদ বাজারে লেনদেন চালু হবে, এ সংক্রান্ত কোনো খবর এখনো পাওয়া যায়নি। তাই এই অবস্থায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থায় শূন্য হওয়া কমিশনার পদগুলো পূরণ হওয়া খুবই জরুরি।
বন্ধের অনেক আগে থেকেই পুঁজিবার খুব খারাপ অস্থায় ছিল। সাধারণ বিনিয়োগকারীদের অনেকে বাজারে লেনদেন বন্ধ রাখার দাবি জানিয়েছিলেন। পরে করোনা মোকাকিলায় মার্চ মাসের ২৬ তারিখ থেকে সরকার সাধারণ ছৃটি ঘোষণা করে। সামনে লেনদেন চালু হলেও বাজার অবস্থা কেমন হবে এ নিয়ে সংশয় রয়েছে। অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশে পুঁজিবাজার চালু রয়েছে। তাই আমাদের ভেবে চিন্তে সিদ্ধান্ত নেয়া উচিত।