Stock Market Journal

বিএসইসির অনুমোদনে রোববার পুঁজিবাজারে লেনদেন চালু

নিজস্ব প্রতিবেদকঃ
দেশের উভয় স্টক এক্সচেঞ্জের লেনদেন শুরু করতে অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশন (বিএসইসি)। দেশে কোভিড-১৯ করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন শেয়ারবাজারের লেনদেন বন্ধ রাখা হয়। তাই লেনদেন পুনরায় চালু করতে স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে নিয়ন্ত্রক সংস্থার কাছে অনুমোদন চেয়ে আবেদন করা হয়।
আজ ২৮মে অনুষ্ঠিত কমিশনের ৭২৬তম সভায় লেনদেন চালু করার বিষয়ে বিএসইসির পক্ষ থেকে অনাপত্তি প্রদান করা হয়।
বিএসইসির নির্বাহী পরিচালক মো: আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এদিকে সবকিছু ঠিক থাকলে আগামী রোববার ৩১মে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হবে বলে জানা গেছে। তবে সকাল ১০ টা ৩০ মিনিট থেকে দুপুর ১ টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেন চলবে।
এসএমজে/২৪/রা