Stock Market Journal

বিএসইসিতে যোগ্য লোক বসানো হোক

যেখানে যোগ্য লোকের মূল্যায়ন হয় না, সেখানে কখনই সঠিক পরিস্থিতি বিরাজ করবে না। আমরা একটা দেশ স্বাধীন করেছি। জীবনের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করতে হলে শুধু রাজনীতি নয়, প্রতিটি ক্ষেত্রেই উন্নতি করা প্রয়োজন। বিশেষ করে দেশের পুঁজিবাজার যে অবস্থায় রয়েছে এটিকে অনেকটা পচনশীল দেহের সঙ্গে তুলানা করা যায়। যাকে বলা যেতে পারে গ্যাংরিং। এর থেকে পুঁজিবাজার মুক্ত করা প্রয়োজন।

বর্তনানে এই অবস্থা থেকে দ্রুত উত্তরণ প্রয়োজন। কিন্তু এক্ষেত্রে প্রধান বাধা নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই সংস্থাটিতে চরম ব্যর্থ, অযোগ লোক বহাল রয়েছেন। বিশেষ করে এর নেতৃত্বে যিনি আছেন, গত কয়েক বছরের বাজারের পরিস্থিতি বিবেচনা করলে বহু আগেই তাকে সরানো উচিত ছিল। তার জায়গায় যোগ্য লোক বসানো দরকার ছিল।

এখন প্রশ্ন উঠতে পারে সেই যোগ্য লোক কে? আমরা মনে করি যোগ্য লোক খুঁজে বের করার দায়িত্ব আমাদের নয়। আমরা হুট করেই একজনের নাম প্রস্তাব করতে পারি না। আমরা বলতে চাই প্রায় বিশকোটি মানুষের দেশে যোগ্য লোকের অভাব হওয়ার কথা নয়। এক্ষেত্রে স্বজনপ্রীতি আর দলকানা হলে দেখা যাবে না। এর বাইরে এসে নিরপেক্ষভাবে দেখতে হবে।

আমরা আশা করি বর্তমান পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় নীতিনির্ধারকরা বিষয়টি গুরুত্ব দিয়ে ভাববেন এবং পদক্ষেপ নেবেন।