Stock Market Journal

বাস্তবমুখী পদক্ষেপে পুঁজিবাজার ঘুরে দাঁড়াচ্ছে

আমরা আশাবাদী হতে চাই। দেশটাকে আশাবাদ নিয়েই দেখতে চাই। এটি দেশের কোটি কোটি মানুষের চাওয়া। এরপরও কতিপয় ‍সুযোগসন্ধানীর জন্য কখনো কখনো তৈরি হয় হতাশা। দেশের পুঁজিবাজারের ক্ষেত্রে এমন চিত্র দেখা যাচ্ছে প্রায় একদশক ধরে। অনেকে হয়তো ধরে নিয়েছিলেন এই হতাশা সহজে দূর হবে না। কিন্তু পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) পরিবর্তন আসার পর থেকে বেশ কিছু বাস্তবমুখী পদক্ষেপ নেয়া হয়েছে। এর ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। ধীরে ধীরে বাজার ঘুরে দাঁড়াচ্ছে। উঁকি দিচ্ছে সম্ভাবনা। এর সূত্র ধরেই বলা যায়, বাস্তবমুখী পদক্ষেপে পুঁজিবাজার ঘুরে দাঁড়াচ্ছে।

আমরা দীর্ঘ দিন ধরে বলে আসছি, বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া হলে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে। লাখ লাখ মানুষ ও দেশের স্বার্থে পুঁজিবাজার ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই। বর্তমানে বাজারে সেই লক্ষণ দেখা দিয়েছে। লেনদেন ও সূচক বেড়েছে। সাধারণ বিনিয়োগকারীদের সক্রিয়তা বাড়ছে। এখন এই অবস্থাকে ধরে রেখে সামনে এগিয়ে যেতে পারলে, একটি আস্থার পুঁজিবাজার প্রতিষ্ঠা সম্ভব। এ জন্য নিয়ন্ত্রক সংস্থাকে আরও অনেক কিছু করতে হবে। এমনটাই প্রত্যাশা সাধারণ বিনিয়োগকারীদের।