আসন্ন জাতীয় বাজেট পুঁজিবাজারবান্ধব হোক। দেশের অর্থনীতির স্বার্থেই বিষয়টি বিবেচনায় নেওয়া প্রয়োজন। পুঁজিবাজারের পরিসর শুধু পুঁজিবাজারেই সীমাবদ্ধ নয়। এটি অর্থনীতিরও বিষয়। দেশের শিল্পখাত বিকাশে পুঁজিবাজার অন্যতম হাতিয়ার। কেবল আমাদের দেশে নয়, দুনিয়াজুড়েই এটি বড় সত্য। আধুনিক অর্থনীতির বাস্তবতায় একে এড়িয়ে যাওয়ার উপায় নেই।
বাজেটের সময় ঘনিয়ে এলে সঙ্গত কারণেই বিভিন্ন মহল থেকে দাবি উচ্চারিত হয়। সব দাবি হয়তো সব সময় মানা সম্ভব হয় না। কারণ জাতীয় বাজেট অতিব গুরুত্বপূর্ণ বিষয়। এখানে নানাদিক বিবেচনা করতে হয় নীতিনির্ধারকদের। তবুও বলতে চাই, পুঁজিবাজারও একটি অন্যতম জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়। এখানে লাখ লাখ বিনিয়োগকারী যেমন রয়েছেন, তেমনি রয়েছে অনেক প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীর স্বার্থ দেখার ব্যাপারটি মোটেও গৌন নয়। এর সঙ্গে অনেক পরিবারের রুটিরুজি যেমন আছে, সেই সাথে আছে দেশের শিল্প বিকাশের বিষয়ও। তাই আমরা আশা করবো, এসব ভেবেই বাজেটে পুঁজিবাজারের বিষয়টি গুরুত্ব পাবে। এতে দেশের অর্থনীতির পাশাপাশি মানুষের জীবন-জীবিকাও উপকৃত হবে। তাই ভাবনাটি আগে থেকেই ভাবা প্রয়োজন। তাছাড়া বাজেটের সময়ও ঘনিয়ে আসছে। এখনই সিদ্ধান্ত নিতে হবে।