Stock Market Journal

বাজেট কতটা পুঁজিবাজার সহায়ক হবে

আজ জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। বরাবরের মতো বাজেটকে ঘিরে দেশবাসী আগ্রহী হয়ে ওঠেন। কারণ সরকার তার এক বছরের অর্থনীতির গতি-প্রকৃতি তুলে ধরে বাজেটে। এ কারণে উচ্চবিত্ত থেকে শুরু করে দিনমজুরের জীবনেও বাজেটের প্রভাব পড়ে। সবাই বাজেট নিয়ে ব্যাপক কৌতূহলী থাকেন। এমন হবে এবারের বাজেট, কী থাকছে বাজেটে, এমন ধরনের বহু প্রশ্ন নাগরিকদের মধ্যে থাকে। একই সঙ্গে চলতে থাকে নানামুখী গুঞ্জন। দেশের পুঁজিবাজারে বাজেটের ব্যাপক প্রভাব পড়ে। এ কারণে এবারের বাজেট কতটা পুঁজিবাজার সহায়ক হবে, সেটি নিয়ে সাধারণ বিনিয়োগকারীদের ব্যাপক কৌতূহল রয়েছে।

দীর্ঘ দিন ধরে দেশের পুঁজিবাজার মন্দা সময় পার করছে। এতে সাধারণ ও ক্ষুদ্র বিনিয়োগকারী মধ্যে ব্যাপক হতাশা কাজ করছে। তবে সম্প্র পুঁজিবাজার কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে। এতে লেনদেন হাজার কোটির ঘরে উঠে এসেছে। অর্থবছরের শেষে পুঁজিবাজারের এই পরিবর্তন বিশেষভাবে গুরুত্ব বহন করে। এ কারণে নতুন বাজেটে কী থাকছে পুঁজিবাজার সহায়ক, সেটি নিয়ে বিনিয়োগকারীদের আগ্রহের কমতি থাকার কথা নয়। আমরা আশা করবো, বর্তমান পরিস্থিতিতে বাজেট পুঁজিবাজার সহায়কই হবে।