Stock Market Journal

বাজারের গতি বাড়লে বিনিয়োগকারীদের আত্মবিশ্বাসও বাড়বে

পুঁজিবাজারে বাড়ছে লেনদেন। লেনদেনের পাশাপাশি বাড়তে শুরু করেছে সূচকও। সূচক ও লেনদেনের সমন্বয়ে সামনের দিকে এগিয়ে চলছে বাজার। পুঁজিবাজারের এমন গতিতে বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। ফলে আত্মবিশ্বাসও বাড়ছে বিনিয়োগকারীদের।

পুঁজিবাজারের আরও গতি বৃদ্ধিতে বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস আরেও বেশি কাজ করবে। দীর্ঘদিন বাজার খারাপ থাকার কারণে অনেক বিনিয়োগকারীই বাজারের সাইড লাইনে অপেক্ষমান ছিলেন। বাজারের এমন উর্ধ্বগতি বজায় থাকলে সাইড লাইনে থাকা বিনিয়োগকারীরা আবারও বাজারে সক্রিয় হতে শুরু করবেন। এতে বাজারের গতি আরও বেশি বৃদ্ধি পাবে।

গত মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬২৮২ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৯ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৭২ পয়েন্টে এবং ২২১৫ পয়েন্টে।

এর আগে গত সোমবার ডিএসইএক্স কমেছিল ৪ পয়েন্ট। তবে তার আগের ৪ কার্যদিবস টানা বেড়েছিল। এরমধ্যে ১০ জানুয়ারি (মঙ্গলবার) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছিল ১৪ পয়েন্ট। যা ১১ জানুয়ারি (বুধবার) ৪ পয়েন্ট, ১২ জানুয়ারি (বৃহস্পতিবার) ৬ পয়েন্ট ও ১৫ জানুয়ারি (রবিবার) ৩৫ পয়েন্ট বেড়েছিল।

ডিএসইতে মঙ্গল ৯০০ কোটি ৪৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৮৬ কোটি ৭১ লাখ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭১৩ কোটি ৭৭ লাখ টাকার। এটি বাজারের জন্য ভালো লক্ষণ।