Stock Market Journal

বাজারের গতি ধরে রাখতে স্বচ্ছতার বিকল্প নেই

পুঁজিবাজারের বর্তমান অবস্থা নিয়ে সংশ্লিষ্টরা আশাবাদী হয়ে উঠছেন। সাধারণ বিনিয়োগকারীদের মধ্যেও সৃষ্টি হয়েছে প্রত্যাশা। সূচক ও লেনদেন উভয়ই বাড়ছে। পুঁজিবাজার খাদের কিনার থেকে উঠে আসার জন্য এটি জরুরি ছিল। তবে কেবল সূচক আর লেনদেন বাড়াকেই পুঁজিবাজারের উন্নতি বলা যাবে না। বিষয়টিকে সাময়িক অগ্রগতি বলা যায়। উন্নতি করতে হলে বাজার ব্যবস্থাপনার সার্বিক উন্নতি প্রয়োজন।

পুঁজিবাজারে কখনো উত্থান কখনো পতন থাকাটা স্বাভাবিক। তাই উত্থান-পতনের চিত্র দেখে পুরো বাজার কাঠামোকে মূল্যায়ন করা ঠিক হবে না। এখানে বাজার পরিচালনা, আইনি পদক্ষেপ, সংশ্লিষ্টদের জবাবদিহিতা ও সততা-যোগ্যতাসহ আরো অনেক বিষয় রয়েছে। এগুলো সঠিকভাবে চলছে কি না, সে বিষয়টি গুরুত্ব দিয়ে তদারকি করা প্রয়োজন। তালিকাভুক্ত কোম্পানিগুলো সব ধরনের নিয়ম-কানুন অনুসরণ করছে কিনা তাও খতিয়ে দেখতে হবে। পুরো বিনিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং বাস্তবায়নের পরই আশা করা যায় একটি উন্নত পুঁজিবাজার। তা না হলে যেকোনো মুহূর্তে ফের সংকট তৈরি হওয়ার আশঙ্কা থেকে যায়। সবকিছু ঠিক থাকলে স্বাভাবিক উত্থান-পতন পুঁজিবাজারের তেমন ক্ষতি করতে পারবে না।