Stock Market Journal

বাংলাদেশের পাকিস্তান সফর স্থগিত

স্পোর্টস ডেস্ক:

বর্তমান সময়ে সবচেয়ে বড় আতঙ্কের নাম করোনাভাইরাস। এই আতঙ্কে স্থবির এখন গোটা বিশ্ব। করোনার এই আতঙ্কে স্থগিত হয়ে যাচ্ছে একের পর এক সিরিজ-টুর্নামেন্ট। সেই তালিকায় সামিল হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর। স্থগিত করা হয়েছে এ সফর।

এবছর, জানুয়ারিতে লাহোরে টি-টোয়েন্টি সিরিজ, ফেব্রুয়ারিতে রাওয়ালপিন্ডিতে টেস্ট খেলেছে বাংলাদেশ। তৃতীয় দফায় পাকিস্তান সফরে করাচিতে একটি ওয়ানডে ও একটি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের। করোনা ভাইরাসে সৃষ্ট আতঙ্কে সংশয় ছিল আদৌ সফরটা হবে কি না। আজ পিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, আপাতত বাংলাদেশের এই সফরটা হচ্ছে না। তারা এও জানিয়েছে, এটি দুই বোর্ডের যৌথ সিদ্ধান্ত। টেস্ট চ্যাম্পিয়নশিপের বাকি ম্যাচটা কবে হতে পারে, সেটি পরে আলোচনা করে ঠিক করা হবে।

করাচিতে ৩ এপ্রিল সফরের একমাত্র ওয়ানডে খেলার কথা ছিল বাংলাদেশের। ৫ থেকে ৯ এপ্রিল করাচিতেই ছিল দ্বিতীয় টেস্ট। দুটিই স্থগিত করা হয়েছে করোনার কারণে, সেটি সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ না থাকলেও বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। পিসিবির খানিক পরে একই সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বিসিবিও।

এসএমজে/২৪/বা