Stock Market Journal

বসুন্ধরা এলপি গ্যাস ও পেট্রোম্যাক্স এলপিজির সাথে পদ্মা অয়েলের চুক্তি

এসএমজে ডেস্ক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পদ্মা অয়েলের সাথে বসুন্ধরা এলপি গ্যাস ও পেট্রোম্যাক্স এলপিজির একটি চুক্তি সম্পন্ন হয়েছে। কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণের জন্য চুক্তি সম্পন্ন করেছে।

সূত্র জানায়, কোম্পানিটি রেজিস্ট্রাড ফিলিং স্টেশনে এলপিজি অটোগ্যাস এবং প্রেট্রোলিয়াম অয়েল বিক্রির জন্য একটি চুক্তি সম্পন্ন করেছে।

চুক্তি অনুযায়ী কোম্পানিটি প্রতি লিটার এলপিজি ৫০ পয়সায় বিক্রি করবে। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)

এসএমজে/২৪/রা