Stock Market Journal

বন্ধ ইউনিটে উৎপাদন শুরু করেছে মোজাফফর হোসাইন স্পিনিং

এসএমজে ডেস্কঃ
পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি মোজাফফর হোসাইন স্পিনিং মিলসের পরিচালনা পর্ষদ রোটর ইউনিটের ৫০ শতাংশ বন্ধ কাজ চালু করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি গতকাল ৬ এপ্রিল থেকে রোটর ইউনিটের বন্ধ ৫০ শতাংশ উৎপাদন শুরু করেছে। কোম্পানিটি রিং ইউনিটের ৩৬ হাজার স্পিনডেলস সম্প্রসারণের জন্য রোটর ইউনিটে উৎপাদন শুরু করেছে।

দিনে রোটর ইউনিটের মোট ধারণ ক্ষমতা রয়েছে ১৬ হাজার কেজি।
এসএমজে/২৪/রা