দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে বাংলাদেশে পুঁজিবাজার। সম্প্রতি পুঁজিকিজারে লেনদেন চালু করার দাবি উঠেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে। এদিকে অনেক সাধারণ বিনিয়োগকারীর প্রশ্ন, লেনদেন চালু হলে কতটুকু বদলাবে দেশের পুঁজিবিজার?
দেশে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে গত ২৬ মার্চ সরকার সাধারণ ছুটি ঘোষণা করলে পুঁজিবাজারে লেনদেনও সেদিন থেকে বন্ধ হয়।
সম্প্রতি সরকার লকডাউনের কিছু বিধি নিষেধ শিথিল করলে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ ১০ মে থেকে পুঁজিবাজার খুলতে বিএসইসির অনুমতি চায়।
কিন্তু সেই অনুমতি না মেলায় সরকার ঘোষিত বর্ধিত ছুটির সঙ্গে সঙ্গতি রেখে ১৬ মে পর্যন্তই বন্ধ থাকছে দুই পুঁজিবাজারে লেনদেন।
এদিকে পুঁজিবাজার নিয়ে আশা-নিরাশার গল্পটা গত কয়েক বছর ধরেই চলে আসছে। বিশেষ করে টানা দরপতনে বাজারের অবস্থা খুবই শোচনীয় ছিলো বন্ধের আগ পর্যন্ত। এ কারনে লেনদেন চালু হওয়ার চেয়েও বড় প্রশ্ন বাজারে ইতিবাচক পরিবর্তন আসবে তো?
এই দীর্ঘ বন্ধের কালে সংশ্লিষ্টরা কী ধরনের ভাবনা চিন্তা করেছেন পুঁজিবাজার নিয়ে এর একটা ইতিবাচক প্রভাবই কাম্য হতে পারে। যাতে সাধারণ বিনিয়োগকারীরা কিছুটা আশান্বিত হতে পারেন।