Stock Market Journal

বছরের সর্বনিম্ন লেনদেন: বিনিয়োগকারীরা নিরুপায়

দেশের পুঁজিবাজারে লেনদেন আরও তলানিতে নেমেছে। প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার বছরের সর্বনিম্ন লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৪৯০ কোটি টাকা। এখন পর্যন্ত এটিই চলতি বছরের সর্বনিম্ন লেনদেন। হঠাৎ করে লেনদেন ৫০০ কোটি টাকার নিচে নেমে যাওয়াটা খুবই উদ্বেগের বিষয়। এ পরিস্থিতিতে বিনিয়োগকারীরা যাবেন কোথায়?

লেনদেন কমার পাশাপাশি কয়েক দিন ধরে বেশির ভাগ শেয়ারের দরপতন ঘটছে। এতে কিছু কিছু কোম্পানির শেয়ারের ক্রেতাসংকট দেখা দিয়েছে। দিনের সর্বনিম্ন দামেও কিছু কোম্পানির শেয়ারের ক্রেতা মিলছে না। এ কারণে বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করতে চেয়েও বিক্রি করতে পারছেন না।

বাজারে এ মুহূর্তে বিনিয়োগ খরা চলছে। প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিপর্যায়ের বিনিয়োগকারীদের বড় অংশই এখন বাজারে সক্রিয় নন। আবার শেয়ারের দাম কমে যাওয়ায় অনেকের টাকা আটকে গেছে। ফলে তারাও বাজারের নিয়মিত লেনদেনে সক্রিয় হতে পারছেন না। এ কারণে বাজারে চরম মন্দা দেখা দিয়েছে।

এই পরিস্থিতি কাটার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সামনে ঈদ রয়েছে। এ সময় বিনিয়োগকারীদের নিরুপায় হওয়া ছাড়া আর কীই বা করার আছে?