Stock Market Journal

বছরের প্রথম কার্যদিবসে আশা জাগালো সূচক

নতুন বছরের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারের সূচকের বড় উত্থান হয়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স গতকাল প্রায় মত পয়েন্ট বেড়েছে। তবে লেনদেন শেষে সূচকটি শত পয়েন্ট থেকে ৪ পয়েন্ট দূরে ছিলো। লেনদেন শেষে ডিএসইএক্স ৯৬ পয়েন্ট বা প্রায় দেড় শতাংশ বেড়েছে। এটি একটি আশাবাদী হওয়ার মতো বিষয়। ভালো মৌলভিত্তি ও বড় মূলধনি কোম্পানির শেয়ারের ওপর ভর করে সূচকের এ উত্থান হয়েছে। তাতে নতুন বছর বিনিয়োগকারীদের মধ্যে আবারও আশা জাগিয়েছে।

সদ্য বিদায়ী ২০২১ সালের শেষ কয়েক দিন বাজারে ছিল মন্দাভাব। এ সময় বেশির ভাগ শেয়ারের দরপতনের পাশাপাশি সূচকও কমেছে। পাশাপাশি লেনদেনের গতিও ছিল মন্থর। তার বিপরীতে নতুন বছরের শুরুটা হয়েছে সূচকের বড় উত্থানে। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসহ ভালো মৌলভিত্তির কোম্পানির শেয়ারের মূল্যবৃদ্ধি এ উত্থানের পেছনে বড় ভূমিকা রেখেছে।

পুঁজিবাজারে এমন একটি শুরু নিশ্চয় বিনিয়োগকারীদের ইতিবাচক বার্তা দেবে। এর ফলে সাধারণ বিনিয়োগকারীরা কিছুটা স্বস্তি পাবেন। শেষ পর্যন্ত এটি পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সহায়ক হবে।