Stock Market Journal

ফ্লোর কিনবে তাকাফুল ইন্স্যুরেন্স

এসএমজে ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ৩টি ফ্লোর ও গাড়ি পার্কিংয়ের স্পেস কেনার সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্র জানায়। ওই কোম্পানি ঢাকার ফকিরাপুলের ডিআইটি এক্সটেনশন রোডে অবস্থিত মনির টাওয়ারের ৫ম, ৬ষ্ঠ ও ৭ম ফ্লোর কিনবে। প্রতিটি ফ্লোর ৩ হাজার ৪৫০ ফিট অর্থাৎ এর মোট আয়াতন ১০ হাজার ৩৫০ ফিট। ৫ম ফ্লোর গাড়ি পার্কিংয়ের জন্য বরাদ্ধ রাখা হয়েছে।

ফ্লোর কেনায় রেজিস্ট্রেশনসহ কোম্পানিটির ব্যয় হবে ১১ কোটি ৪১ লাখ ৪১ হাজার ৪৩৬ টাকা।

এসএমজে/২৪