নিজস্ব প্রতিবেদন:
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের ৩২ কোম্পানির শেয়ার দর বহুদিন ধরে ফেইস ভ্যালুর নিচে পড়ে আছে। এর মধ্যে ফেইস ভ্যালুর অর্ধমূল্যে আটকে আছে ১০ কোম্পানির শেয়ার দর। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সুত্রে এ তথ্য জানা গেছে।
বিনিয়োগকারীরা বলছে- এতোদিন ধরে কোম্পানিগুলোর শেয়ার দর ফেস ভ্যালুর নিচে পড়ে আছে। তাদের অনেক টাকা বিনিয়োগ আটকে আছে কোম্পানিগুলোতে। তবে এর কোনো সমাধান তারা এখনো পাচ্ছেনা।
নিম্নে পড়ে থাকা কোম্পানিগুলোর নাম ও বিবরণী দেয়া হলো-
কোম্পানির নাম | শেয়ার দর | কোম্পানির নাম | শেয়ার দর |
ফারইস্ট ফাইন্যান্স | ৩ টাকা ৮০ পয়সা | মিথুন নিটিং | ৯ টাকা ৩০ পয়সা |
আইসিবি ইসলামী ব্যাংক | ৩ টাকা ৮০ পয়সা | ন্যাশনাল ব্যাংক | ৮ টাকা ৩০ পয়সা |
ওয়েস্টার্ন মেরিন শেফার্ড | ৯ টাকা ৬০ পয়সা | নুরানী ডাইং | ৬ টাকা ৮০ পয়সা |
ডেল্টা স্পিন | ৯ টাকা ৮০ পয়সা | আর.এন. স্পিনিং | ৪ টাকা ৭০ পয়সা |
অলিম্পিক এক্সেসরিজ | ৭ টাকা ১০ পয়সা | স্ট্যান্ডার্ড ব্যাংক | ৯ টাকা ৯০ পয়সা |
ফার কেমিক্যাল | ৮ টাকা ৮০ পয়সা | তাল্লু স্পিনিং | ৪ টাকা ৮০ পয়সা |
আলিফ ম্যানুফেকচারিং | ৮ টাকা ৯০ পয়সা | তুংহাই নিটিং | ৩ টাকা ২০ পয়সা |
অলটেক্স ইন্ডাস্ট্রিজ | ৯ টাকা ৪০ পয়সা | ইয়াকিন পলিমার | ৯ টাকা ৯০ পয়সা |
এপোলো ইস্পাত | ৬ টাকা ৬০ পয়সা | রিজেন্ট টেক্সটাইল | ৮ টাকা ৮০ পয়সা |
বিআইএফসি | ৪ টাকা ১০ পয়সা | রিং সাইন টেক্সটাইল | ৮ টাকা ১০ পয়সা |
সিএনএ টেক্সটাইল | ২ টাকা ৫০ ফয়সা | প্রিমিয়ার লিজিং | ৮ টাকা |
ইন্টারন্যাশনাল লিজিং | ৪ টাকা ৮৯ পয়সা | জাহিন স্পিনিং | ৭ টাকা ৫০ পয়সা |
খান ব্রাদার্স পি পি | ৮ টাকা ৩০ পয়সা | ইউনিয়ন ক্যাপিটাল | ৬ টাকা ৯০ পয়সা |
কেয়া কসমেটিকস | ৬ টাকা ৩০ পয়সা | জাহিন টেক্সটাইল | ৬ টাকা ১০ পয়সা |
এফএএস ফাইন্যান্স | ৫ টাকা ৭০ পয়সা | জেনারেশন নেক্সট | ৪ টাকা ৬০ পয়সা |
ফ্যামিলি টেক্সটাইল | ২ টাকা ৯০ পয়সা | ফার্স্ট ফাইন্যান্স | ৬ টাকা ৮০ পয়সা |
উল্লেখ্য, কোম্পানিগুলোর শেয়ার দর ৩১ মে ২০২১ এর দিনের শেষ দর বা ক্লোজিং প্রাইস থেকে নেয়া হয়েছে।
এসএমজে/২৪/মি