নিজস্ব প্রতিবেদক:
রিং সাইন টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালকের প্লেসমেন্ট শেয়ারের অনিয়ম নিয়ে একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। এর মধ্যে বিগত ২০ অক্টোবর, ২০১৯ তারিখে ‘শেয়ারবাজার প্রতিদিন ডটকম’ নামক অনলাইন ভিত্তিক পত্রিকার খবরটি নজরে এনেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সেই খবর প্রসঙ্গে কমিশনের অনুষ্ঠিত গতকাল ৭০৪তম সভায় জানিয়েছে, এ সংক্রান্ত বিষয়ে রিং সাইন লিমিটেডের কোনো আইন লঙ্ঘন হয়নি।
বিএসইসির প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিগত ২০ অক্টোবর, ২০১৯ তারিখে ‘শেয়ারবাজার প্রতিদিন ডটকম’ নামক অনলাইন ভিত্তিক পত্রিকায় “অস্তিত্বহীন ইউনিভার্স নিটিং কোম্পানির নামে রিংসাইন টেক্সটাইলের প্রায় ২৫ কোটি টাকার শেয়ার” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ইউনিভার্স নিটিং গার্মেন্টস লিমিটেডের চেয়ারম্যান সুং ওয়ে মিন রিং শাইন টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থা্পনা পরিচালক-বিষয়টি প্রসপেক্টাসে এমনকি নিরীক্ষিত আর্থিক প্রতিবেদেনে উল্লেখ নেই বলে প্রকাশিত সংবাদে দাবি করা হয়।
বস্তুতঃ প্রকাশিত প্রসপেক্টাসের ১৯৫ নং পাতায় রিং শাইন টেক্সটাইল লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক-এর অন্যান্য কোম্পানিতে সম্পৃক্ততার শিরোনামে পরিস্কারভাবে উল্লেখ আছে এবং ইউনিভার্স নিটিং কোম্পানির নিয়মিত পরিচালনায় সক্রিয় থাকায় প্রমানাদি রিং শাইন টেক্সটাইলস লিমিটেড কমিশনে প্রেরণ করেছে। এমতাবস্থায় বিষয়টি কমিশনের অদ্যকার সভায় বিস্তারিত আলোচনা করে যথাযথাভাবে ডিসক্লোজারের ভিত্তিতে বিষয়টি সম্পন্ন হয়েছে বিধায় কোন আইন লংঘিত হয়নি বলে কমিশন মনে করে। তদুপরি বাজার ও বিনিয়োগকারীগনের স্বার্থে রিং শাইন টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুং ওয়ে মিন এর স্বার্থ সংশ্লিষ্ট (চেয়ারম্যান) প্রতিষ্ঠান ইউনিভার্স নিটিং গার্মেন্টস লিমিটেড কর্তৃক রিং শাইন টেক্সটাইল লিমিটেডের ধারণকৃত সকল শেয়ার ১(এক) বছরের পরিবর্তে আরো দুই বছর বাড়িয়ে ৩(তিন) বছরের লক-ইনের শর্ত আরোপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।