Stock Market Journal

প্রয়োজনে টাস্কফোর্স গঠন করে পুঁজিবাজারে অনিয়মকারীদের বিচার করুন

জোর করে মানুষের মনে আস্থা তৈরি করা যায় না। দরকার হচ্ছে কাজ। কাজ করেই মানুষের মন জয় করতে হবে। দেশের পুঁজিবাজারের বিষয়টি কিন্তু এখানেই আটকে আছে। এই বাজারের উন্নতি করতে হলে জোরাজুরি নয় কাজ করতে হবে। এখানে বিনিয়োগকারীদের পুঁজির নিরাপত্তা দিতে হবে। আগে পুঁজি নিরাপদ হলে মানুষ বিনিয়োগ করবে। পুঁজিবাজার থেকে সবার আগে অনিয়ম দূর করতে হবে। এর মধ্য দিয়ে মানুষের আস্থা ফিরবে। বর্তমান কাঠামো দিয়ে কা না হলে প্রয়োজনে অনিয়ম দূর করার জন্য বিশেষ টাস্কফোর্স গঠন করতে হবে। এর মধ্য দিয়ে শুদ্ধি অভিযান চালিয়ে পুঁজিবাজার থেকে সমস্ত অনিয়ম, দুর্নীতি, কারসাজি বন্ধ করতে হবে। এটি সম্ভব হলে মানুষের মনে আস্থা সৃষ্টি হবে।

আমরা বহুবার বলেছি, অনিয়মকারীদের অন্তত দৃষ্টান্তমূলক দুয়েকটা সাজা দেওয়া হোক। দেখা যাবে বাকিরা এমনতেই ঠিক হয়ে যাবে। এখন কথা হচ্ছে বেড়ালের গলায় ঘণ্টাটা বাঁধবে কে? এই নখদন্তহীন নিয়ন্ত্রক সংস্থা দিয়ে কাজ হবে বলে মনে হয় না। এর জন্য দরকার বিশেষ টাস্কফোর্স গঠন করা। যার মধ্য দিয়ে একটি পরিচ্ছন্ন পুঁজিবাজারের যাত্রা শুরু হতে পারে।