এসএমজে ডেস্ক:
পুঁজিবাজারের তালিকাভুক্ত ৩৪ কোম্পানি আজ বোর্ডসভার তারিখ ঘোষণা করেছে। এসব বোর্ডসভায় ৩০ সেপ্টেম্বর, ২০১৯ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিক প্রকাশ করা হবে। কোম্পানিগুলো- ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিসট্রিবিউশন কোম্পানি, জিবিবি পাওয়ার, এসকেট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ,ফারক্যামিক্যালইন্ডাস্ট্রিজ, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, ইফাদ অটোস্, আর. এন. স্পিনিং মিলস্, এম. এল. ডাইং, হাওয়া ওয়েল টেক্সটাইলস (বিডি), জুট স্পিনার্স, বঙ্গজ, হামিদ ফেব্রিক্স, দেশবন্ধু পলিমার, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, এপেক্সফুডস, এপেক্সস্পিন, ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি, এস্কয়ারনি টকম্পোজিট, মেঘনা পেট্রোলিয়াম, গ্লোবাল হেভি কেমিক্যালস, ফারইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ, আমরা টেকনোলজিস, জেমিনীসীফুড, খুলনা পাওয়ার কোম্পানি, প্যাসিফিকডেনিমস্, রংপুর ডেইরী এন্ড ফুড প্রোডাক্টস্, ডেফোডিল কম্পিউটারস, বিডিকম অনলাইন, অ্যাডভেন্টফার্মা, স্যালভো ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ, আনোয়ার গ্যালভানাইজিং এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন।
নিচে ছকের মাধ্যমে কোম্পানিগুলোর বোর্ডসভার তথ্য তুলে ধরা হলোঃ
| কোম্পানির নাম | বোর্ড সভার তারিখ | বোর্ড সভার সময় | 
| ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি | ১৪ নভেম্বর | বিকাল সাড়ে ৫ টায় | 
| ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিসটিবিউশন কোম্পানি লিমিটেড | ১৩ নভেম্বর | বিকাল সাড়ে ৩ টায় | 
| জিবিবি পাওয়ার লিমিটেড | ১৪ নভেম্বর | বিকাল ৩ টায় | 
| এস কে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ | ১৩ নভেম্বর | বিকাল ৫ টায় | 
| ফার ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজ | ১৪ নভেম্বর | বিকাল ৩ টায় | 
| ইন্দো-বাংলা ফার্মা সিউটিক্যালস | ১৪ নভেম্বর | বিকাল ৫ টায় | 
| ইফাদ অটোস্ লিমিটেড | ১৪ নভেম্বর | বিকাল ৩ টায় | 
| আর. এন. স্পিনিং মিলস্ | ১৩ নভেম্বর | বিকাল সাড়ে ৩ টায় | 
| এম.এল ডাইং | ১৪ নভেম্বর | বিকাল সাড়ে ৩ টায় | 
| হাওয়াওয়েল টেক্সটাইলস (বিডি) | ১৪ নভেম্বর | বিকাল সাড়ে ৪ টায় | 
| জুট স্পিনার্স | ১২ নভেম্বর | বিকাল ৩টায় | 
| বঙ্গজ লিমিটেড | ২৩ নভেম্বর | বিকাল ৪ টায় | 
| হামিদ ফেব্রিক্স | ১৩ নভেম্বর | বিকাল সাড়ে ৩টায় | 
| দেশবন্ধু পলিমার | ১৪ নভেম্বর | বিকাল ৫ টায় | 
| সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস | ১৪ নভেম্বর | বিকাল ৫ টায় | 
| এপেক্স ফুডস | ১৪ নভেম্বর | বিকাল সাড়ে ৩ টায় | 
| এপেক্স স্পিন | ১৪ নভেম্বর | বিকাল ৩ টায় | 
| ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি | ১৪ নভেম্বর | বিকাল সাড়ে ৩ টায় | 
| এস্কয়ার নিট কম্পোজিট | ১৪ নভেম্বর | বিকাল ৩ টায় | 
| মেঘনা পেট্রোলিয়াম | ১৪ নভেম্বর | বিকাল সাড়ে ৪ টায় | 
| গ্লোবাল হেভি কেমিক্যালস | ১৪ নভেম্বর | বিকাল ৩ টায় | 
| ফারইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ | ১৪ নভেম্বর | বিকাল ৪ টায় | 
| আমরা টেকনোলজিস | ১৪ নভেম্বর | বিকাল ৫ টায় | 
| আমরা নেটওয়ার্ক | ১৪ নভেম্বর | বিকাল ৪ টায় | 
| জেমিনী সী ফুড | ১৩ নভেম্বর | বিকাল ৪ টায় | 
| খুলনা পাওয়ার কোম্পানি | ১৪ নভেম্বর | বেলা ২টা ৩০মিনিটে | 
| প্যাসিফিক ডেনিমস্ | ১৪ নভেম্বর | বিকাল ৩ টায় | 
| রংপুর ডেইরী এন্ড ফুড প্রোডাক্টস | ১৪ নভেম্বর | বিকাল ৩ টায় | 
| ডেফোডিল কম্পিউটারস | ১৪ নভেম্বর | বিকাল সাড়ে ৩ টায় | 
| বিডিকম অনলাইন | ১৪ নভেম্বর | বিকাল সাড়ে ৩ টায় | 
| অ্যাডভেন্ট ফার্মা | ১৪ নভেম্বর | বিকাল ৩ টায় | 
| স্যালভো ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ | ১৪ নভেম্বর | . | 
| আনোয়ার গ্যালভানাইজিং | ১৪ নভেম্বর | বিকাল সাড়ে ৩ টায় | 
| ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন | ১৪ নভেম্বর | বিকাল সাড়ে ৪ টায় | 
এসএমজে/২৪/মি