Stock Market Journal

প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় পুঁজিবাজার অনেক দূর এগিয়ে যেতে পারে

আগেও পুঁজিবাজারে নানা ধরনের সংকট সৃষ্টি হয়েছে। এই সংকট কাটিয়ে উঠতে সঠিক দিকনির্দেশনার প্রয়োজন হয়েছে। বর্তমানে যে সংকট চলছে, সেটিও একইভাবে কাটিয়ে ওঠা সম্ভব। বিশেষ করে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনার মাধ্যমে পুঁজিবাজারের সংকট থেকে উত্তরণ সম্ভব। আমাদের বিশ্বাস, প্রধানমন্ত্রী দেশের অর্থনীতির স্বার্থে পুঁজিবাজার বিষয়ে বেশ আন্তরিক। এ বিষয়ে তার পরমর্শ খুবই গুরুত্বপূর্ণ। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংঙ্গে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। ধারণা করা যায় বর্তমান পুঁজিবাজার নিয়েও হয়তো নিয়ন্ত্রক সংস্থার প্রধানের প্রতি সরকারপ্রধানের দিকনির্দেশনা থাকতে পারে। এ মুহূর্তে এটি খুবই প্রয়োজন।

গত কয়েক মাস আগে পুঁজিবাজারের যে রেকর্ড উন্নতি হয়েছে, সেখানেও প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি ছিলো- এমনটিই মনে করেন সংশ্লিষ্টরা। দেশের সার্বিক উন্নয়নের অগ্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে নানা ক্ষেত্রে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে। এটি এখন শুধু দেশ নয়, দেশের বাইরেও স্বীকৃত। তাই দেশের পুঁজিবাজার তার দিকনির্দেশনায় অনেক দূর এগিয়ে যেতে পারে। এই কারণে সকলের দৃষ্টি এখন প্রধানমন্ত্রীর কার্যকর দিকনির্দেশনার দিকে।