নিজস্ব প্রতিবেদক:
পুঁজিবাজারের তালিকাভুক্ত নতুন কোম্পানি হয়েও বিনিয়োগকারীদের ৬ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড অনুমোদন করলো ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
আজ সোমবার (২৫ নভেম্বর) ধানমন্ডির হোয়াইট হল কনভেনসন সেন্টারে কোম্পানিটির ১৮ তম বার্ষিক সাধারণ সভায় এ ডিভিডেন্ড অনুমোদন হয়।
প্রথম এ ডিভিডেন্ড দেওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে সন্তুষ্টি দেখা গেছে। তবে আগামীতে আরো ভালো ডিভিডেন্ড আশা করেন সাধারণ বিনিয়োগকারীরা।
সভায় উপস্থিত ছিলেন কোম্পানি চেয়ারম্যান সিলভানা মির্জা, ব্যবস্থাপনা পরিচালক ডা. সায়রা খান, সচিব ইকবাল হোসেন ও কোম্পানির অন্যান্য কর্মকর্তা।
এসএমজে/২৪/মি