Stock Market Journal

প্রথম ঘণ্টায় ডিএসইএক্স বাড়ল ২০০ পয়েন্ট

এসএমজে ডেস্ক:

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনের প্রথম ঘণ্টার মধ্যে অর্থাৎ বেলা ১১টায় ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স বেড়েছে প্রায় ২০০ পয়েন্ট। এই সময়ে ডিএসইতে ১৩৪ কোটি ১৪ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এই সময়ে ডিএসইতে ৩৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৩৭টির, কমেছে ৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৭টির।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৩৫৪ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৯২ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৭৯ পয়েন্টে।

এসএমজে/২৪/বা