Stock Market Journal

পুঁজি হারানো বিনিয়োগকারীদের মিছিল দীর্ঘ হচ্ছে

গত সপ্তাহজুড়ে পুঁজিবাজারে লেনদেন হওয়া যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে, বেড়েছে তার থেকে তিনগুণ বেশি। এরপরও সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বড় অঙ্কে কমে গেছে। এ সময় সবকটি মূল্য সূচক বাড়লেও ১০ হাজার কোটি টাকা পুঁজি হারিয়েছেন বিনিয়োগকারীরা। এতে পুঁজিহারানো বিনিয়োগকারীদের মিছিল যেন বাড়ছে।

সপ্তাহের ব্যবধানে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ১০ হাজার কোটি টাকার বেশি কমেছে। বিপরীতে দৈনিক গড় লেনদেন বেড়েছে প্রায় ১৯ শতাংশ। আর ডিএসইর প্রধান মূল্য সূচক বেড়েছে দশমিক ১০ শতাংশ।

বাজারে সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬১ হাজার ১৯৫ কোটি টাকা। যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৭ লাখ ৭১ হাজার ৩৩১ কোটি টাকা।

দাম বাড়ার তালিকা বড় হলেও গত কয়েক মাসের মতো তালিকাভুক্ত অর্ধেকের বেশি প্রতিষ্ঠানের ক্রেতা সংকট ছিল গত সপ্তাহজুড়েও। ফলে প্রায় দুইশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম ফ্লোর প্রাইসে আটকে রয়েছে। ক্রেতা না থাকায় ফ্লোর প্রাইসে আটকে থাকা এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট বিক্রি করতে পারছেন না বিনিয়োগকারীরা।