Stock Market Journal

পুঁজিবাজার সংশ্লিষ্টদের মানসিকতার পরিবর্তন দরকার

দেখা গেল অনেক আইন হলো। অনেক পদক্ষেপ নেওয়া হলো। ফলে বদলে গেল পুঁজিবাজার। এই বদল তখনই কার্যকর হবে যখন সংশ্লিষ্ট সকলের মানসিকতায় পরিবর্তন আসবে। কারণ পুঁজিবাজার নিয়ে মান্দাতা আমলের ধ্যান-ধারণা থেকে বের হয়ে আসতে হবে। আধুনিক ও সময়োপযোগী পদক্ষেপ নেওয়ার জন্য মানসিকভাবে নিজেদের তৈরি করতে হবে। এটি যত তাড়াতাড়ি সম্ভব হবে, তত দ্রুত পুঁজিবাজারে দৃশ্যমান পরিবর্তন আসবে। আর এর সুফলও পাওয়া যাবে আশানুরূপ।

বর্তমান যুগে কেবল কলকব্জার পরিবর্তন হলে হয় না। আধুনিক ব্যাবস্থা পরিচালনার জন্য যুগোপযোগী মানসিকতা থাকা দরকার। বিশেষ করে আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে এটি খুবই দরকার। কারণ পুরনো ধ্যান-ধারণা নিয়ে এই যুগে সামনে এগোনো সম্ভব নয়। চাই সময়োচিত পরিকল্পনা। এর জন্য বিশ্বের বিভিন্ন পুঁজিবাজার সম্পর্কে সঠিক জ্ঞান ও পর্যবেক্ষণ থাকতে হবে। বিশ্ব অর্থনীতি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা থাকতে হবে। যা আমাদের দেশের অনেকেরই নেই। অনেক অযোগ্য লোক প্রতিষ্ঠানে ঢুকে পড়েছে। তারা সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে পারছে না। এতে পুঁজিবাজারের গুণগত পরিবর্তন আসছে না। তাই এই পরিবর্তনের জন্য সংশ্লিষ্টদের মানসিকতায় পরিবর্তন আসা দরকার।