Stock Market Journal

পুঁজিবাজার বিষয়ে জ্ঞানাজর্নই বিনিয়োগের সবচেয়ে বড় নিরাপত্তা

পুঁজিবাজারে প্রতিদিনই শেয়ার দর বাড়বে না। আবার কমবেও না প্রতিদিন। এ কারণে দর বাড়লে অতিমাত্রায় চাঙ্গা, দর কমলে চরম হতাশ হওয়া বিনিয়োগকারীদের মানসিকতায় পরিবর্তন আনতে হবে। বিনিয়োগের ক্ষেত্রে ধৈর্যের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। অতিরিক্ত অস্থিরতায় ভুগলে পুঁজিবাজার থেকে মুনাফা বের করা খুবই কঠিন। স্বল্পমেয়াদি বিনিয়োগ বলতে যে জিনিসটা বুঝায়, সেটার নাম অস্থিরতা নয়। দেখে শুনে মুনাফা তুলতে পারতে হবে। পাশাপাশি দীর্ঘ মেয়াদি বিনিয়োগও মাথায় রাখা প্রয়োজন। আর সবকিছু সম্পর্কে মোটা দাগের কথা হচ্ছে, প্রাক-সিদ্ধান্ত নিয়ে পুঁজিবাজারে লেনদেন করার চেয়ে তাৎক্ষণিক বুদ্ধি-বিচারের ক্ষমতা থাকা অনেক দরকারি বিষয়। এর জন্য সবার আগে দরকার পুঁজিবাজার বিষয়ে জ্ঞানার্জন। এটিই বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বড় নিরাপত্তা।

প্রায় সময়ই দেখা যায়, বাজার একটু ভালো হলেই অনেক বিনিয়োগকারী অতিমাত্রায় চঞ্চল হয়ে উঠেন। দরপতনের সময়ও তারা একই ধরনের আচরণ করেন। দুটি বিষয়ই ঠিক না। দুয়েক দিন দরপতন থাকলেই সব শেষ হয়ে যাবে না। যদি ভুল বিনিয়োগ করে নিজের সর্বনাশ করা হয় তা হলে ভিন্ন কথা। তখন পতনেও ঠকতে হবে উত্থানেও ঠকতে হবে। এ জন্য জানা-বোঝার কোনো বিকল্প নেই।