Stock Market Journal

পুঁজিবাজার বিশ্বাসযোগ্য হলে বিনিয়োগকারীর অভাব হবে না

গত প্রায় এক দশক ধরে পুঁজিবাজার অপ্রত্যাশিত আচরণ করেছে। দরপতন, কারসাজি, অনিয়ম, ভুল পদক্ষেপ, দুর্বল আইপিও সবই হয়েছে বাজারে। এর মধ্য দিয়ে বাজার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। এটি পুনুর্দ্ধার করা না গেলে সংকট উত্তরণ সম্ভব নয়। বাজার বিশ্বাসযোগ্য হলে বিনিয়োগকারীর অভাব হবে না। পুঁজিবাজার থেকে প্রচুর টাকা বের হয়ে গেছে। এসব টাকা ফিরিয়ে আনার পাশাপাশি স্বচ্ছ বাজারের নিশ্চয়তা থাকলে প্রকৃত অর্থে বাজার ঘুরে দাঁড়াবে। যার প্রত্যাশায় প্রহর গুণছেন বিনিয়োগকারীরা।

পুঁজিবাজারে সুশাসনের অভাবে সব ধরনের অনিয়ম উৎসাহিত হয়েছে। তালিকাভুক্ত কোম্পানির পরিচালক থেকে শুরু করে কারসাজিচক্রের হোতারা এক ধরনের অনিয়মের স্বর্গরাজ্যে পরিণত করেছে পুঁজিবাজারকে। কখনো কখনো মনে হয়েছে পুঁজিবাজার যেনো অভিভাবকহীন। সবাই যেনো নিরব দর্শক। এমনকি নিয়ন্ত্রক সংস্থাও এক সময় দর্শকের ভূমিকা নিয়েছিলো বলে মনে হয়েছে। এ নিয়ে লেখালেখিও কম হয়নি। তারপরও অবস্থার উন্নতি হয়নি। এক পর্যায়ে বিনিয়োগকারীদের অন্যতম দাবি, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নেতৃত্ব বদল হয়েছে। এরপর থেকে বাজারের চিত্রে কিছুটা পরিবর্তন হয়েছে। এখন এর ধারাবাহিকতা প্রয়োজন। তাহলে একটি বিশ্বাসযোগ্য পুঁজিবাজার সম্ভব।