Stock Market Journal

পুঁজিবাজার বিশ্বাসযোগ্য হলে বিনিয়োগ বাড়বে

পৃথিবীজুড়েই পুঁজিবাজার অর্থনৈতিক উন্নয়নের অন্যতম হাতিয়ার। শিল্প-উদ্যোক্তারা নিজেদের প্রয়োজন অনুযায়ী পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন করে শিল্পায়ন করেন। এতে উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং দেশ উপকৃত হয়। এ ক্ষেত্রে নিনিয়োগ নিরাপত্তা, পারস্পারিক বিশ্বাস অন্যতম বিষয়। আর এটি দেখভাল করার ক্ষেত্রে সরকার বা সরকারের মনোনীত সংস্থার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। যার মধ্য দিয়ে পুঁজিবাজার একটি শক্তিশালী প্লাটফর্ম হিসেবে গড়ে ওঠে এবং বিনিয়োগ বাড়তে থাকে।

আমাদের দেশের পুঁজিবাজারের ক্ষেত্রে এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার হচ্ছে বাজারকে বিশ্বাসযোগ্য করে তোলা। কারণ অতীতের অনেক ঘটনায় সাধারণ বিনিয়োগকারীদের বিশ্বাসভঙ্গ হয়েছে। যে কারণে তাদের আগ্রহে ঘাটতি দেখা যাচ্ছে। তারা এই বাজারের প্রতি আস্থা রাখতে পারছেন না। জনসংখ্যাবহুল দেশ হওয়া পুঁজিবাজার আমাদের একটি সম্ভাবনাময় ক্ষেত্র। এখানে কোম্পানি ও বিনিয়োগকারীর মধ্যে আস্থার সম্পর্ক গড়ে তোলা গেলে বাজার দ্রুত বিকাশ লাভ করবে। স্বল্পপুঁজির উদ্যোক্তা এবং বিনিয়োগকারী উভয়ই অলস টাকা সক্রিয় করার সুযোগ পাবে। আর এটি হলে প্রকৃতভাবেই দেশ এগিয়ে যাবে। যার মধ্য দিয়ে আমাদের অর্থনীতি বৈশ্বিক অর্থনীতির শক্তিশালী ধারায় প্রবাহমান থাকতে সক্ষম হবে। এই কারণেই পুঁজিবাজারের জন্য সব করণীয় ঠিক করে পদক্ষেপ নেয়া প্রয়োজন।