Stock Market Journal

পুঁজিবাজার বিনিয়োগবান্ধব হলে সুফল পাবে দেশের অর্থনীতি

পুঁজিবাজার বিনিয়োগবান্ধব হলে সুফল পাবে দেশের অর্থনীতি। আর অর্থনীতির মেরুদণ্ড শক্ত হলে ফসল উঠবে গোটা জাতির ঘরে। তাই সবার আগে পুঁজিবাজারকে বিনিয়োগবান্ধব করা প্রয়োজন। এটি করতে হলে প্রথমেই গুরুত্ব দিতে হবে সুশাসনের ওপর। কারণ সুশাসন না থাকলে কাড়ি-কাড়ি টাকা ঢেলেও পুঁজিবাজারকে মজবুত করা যাবে না। সুতরাং সবকিছুর আগে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) বিষয়টি উপলব্ধি করতে হবে।

পুঁজিবাজারের সাম্প্রতিক গতিপ্রবাহ বিবেচনায় নিলে দেখা যাবে বিএসইসি বেশ আন্তরিক ও ইতিবাচকভাবে এগোচ্ছে। এখন দরকার এই গতি ধরে রাখা। লাখ-লাখ বিনিয়োগকারীর দাবি ছিল একটি যোগ্য কমিশন। সেই দাবি কতটা পূরণ হয়েছে, সময়ই তা বলে দেবে। তবে বর্তমান কমিশনের বেশকিছু পদক্ষেপ বাজারের প্রতি সাধারণ বিনিয়োগকারীদের আগ্রহ বাড়িয়েছে বলে আমাদের ধারণা। বাজার বিনিয়োগবান্ধব করার জন্য বিএসইসির চেষ্টা রয়েছে বলেই পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এখন এই পরিবর্তন ধরেই বাজারে সুশাসন কায়েম করা দরকার। তাহলে একটি আস্থার পুঁজিবাজার পাওয়া সম্ভব হবে। আমাদের প্রত্যাশা, বর্তমান কমিশন সেই কাজটি ভালোভাবেই করবে।