Stock Market Journal

পুঁজিবাজার বিকশিত হলে অনেকের উপার্জনের সুযোগ সৃষ্টি হবে

আমরা যতই উন্নয়নের কথা বলি, এখনও বেকারত্ব একটি বড় সমস্যা হিসেবে রয়ে গেছে। দেশকে এগিয়ে নিতে হলে বেকারদের বিশেষ করে তরুণদের অর্থনীতির মূল ধারায় যুক্ত করতে হবে। কারণ একটি সমাজের মূল চালিকা শক্তি হচ্ছে তরুণ বা যুবসমাজ। তাই দেশের পুঁজিবাজার এগিয়ে গেলে যুব সমাজ উপকৃত হবে।

উন্নয়নের ধারায় প্রতিটি উন্নত দেশই পুঁজিবজারকে সঙ্গী করেছে। পুঁজিবাজারের সম্ভাবনাকে কাজে লাগিয়েছে। আমাদেরও উচিত বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা। এর মধ্য দিয়ে দেশে শিল্পায়ন যেমন হবে, তেমনই কর্মসংস্থানও সৃষ্টি হবে। পাশাপাশি স্বল্পপুঁজি বা সঞ্চয় যাদের আছে, তারাও সেটা কাজে লাগিয়ে বাড়তি আয়ের সুযোগ পাবে। এর মধ্য দিয়ে দেশের বিশাল জনসংখ্যার মধ্যে একটি জাগরণ সৃষ্টি করা সম্ভব। এটি শেষ পর্যন্ত দেশের অর্থনীতি সমৃদ্ধ করবে। অন্য দিকে একটি স্থিতিশীল সমাজ নির্মাণেও সহায়ক হবে।

এখন কথা হচ্ছে, গণমাধ্যম হিসেবে আমরা এসব লিখে যেতে পারি। বাস্তবায়ন করতে হবে সংশ্লিষ্টদের। তাদের মধ্যে তাড়না সৃষ্টি হতে হবে- দেশের জন্য কিছু করার, অর্থনীতির জন্য কিছু করার।