Stock Market Journal

পুঁজিবাজার পরিস্থিতি: অর্থমন্ত্রী ও গভর্নরের কাছে ডিএসইর চিঠি

নিজস্ব প্রতিবেদক:

পুঁজিবাজারের অস্থিরতা দিন দিন বেড়েই চলছে। টানা দরপতনের পর কিছুটা বাড়লেও আবার সেই র্পূবের রূপেই ফিরে যাচ্ছে পুঁজিবাজার। আর এই পরিস্থিতি থেকে পুঁজিবাজারের টেকসই উন্নয়নের জন্য অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে জরুরি বৈঠকে বসতে চায়  ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ। বৈঠকের সময় ও তারিখ জানতে চেয়ে এ চিঠি পাঠানো হয়েছে।

গতকাল ১০ ডিসেম্বর মঙ্গলবার অর্থমন্ত্রী ও গভর্নরের কাছে এ চিঠি পা্ঠিয়েছে ডিএসই।

গত ৯ ডিসেম্ব সোমবার ডিএসই ৯৪১তম বোর্ড সভায় চলমান বাজার পরিস্থিতি উন্নয়নে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠকের বসার সিদ্ধান্ত নেওয়া হয়। অনুষ্ঠিত ডিএসই’র বোর্ড সভায় সভাপতিত্ব করেন ডিএসই’র চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাসেম।

উল্লেখ, দেশের পুঁজিবাজার স্মরণকালের সবচেয়ে খারাপ সময় পার করছে। মাত্র ১০ বছর আগে যে বাজারে দৈনিক লেনদেন হয়েছে ৮শ কোটি টাকার বেশি, সেই বাজারে লেনদেন নেমে এসেছে ৫শ কোটি টাকার নিচে।

এসএমজে/২৪/এম এইচ