Stock Market Journal

পুঁজিবাজার পরিস্থিতির দ্রুত উন্নতি প্রয়োজন

আবারও টানা পতনের কবলে দেশের পুঁজিবাজার। শেয়ার বিক্রির চাপে সূচক পতনের মধ্য দিয়ে সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (২৫ জুলাই) পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৬ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১২ পয়েন্ট।

সূচকের পাশাপাশি দাম বাড়ার বিপরীতে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। এর ফলে টানা চার কর্মদিবস পুঁজিবাজারে দরপতন হলো। তবে তার আগে গত বুধবার পুঁজিবাজারে উত্থান হয়েছিল।

ডিএসইর তথ্য মতে, গতকাল বাজারে ৩৫৮টি প্রতিষ্ঠানের মোট ১৩ কোটি ৬৫ লাখ ৭৬ হাজার ৯৫৭টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এতে লেনদেন হয়েছে ৬৬০ কোটি ৯৫ লাখ ২৮ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৬৩৩ কোটি ৪৯ লাখ ৩৭ হাজার টাকা। আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা বেড়েছে।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬ দশমিক ৮৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৩১ পয়েন্টে। এভাবে পতন চলতে থাকলে বিনিয়োগকারীরা আবার নিষ্ক্রিয় হয়ে পড়তে পারেন। তাই বাজার পরিস্থিতির দ্রুত উন্নতি প্রয়োজন।