Stock Market Journal

পুঁজিবাজার নিয়ে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা থাকতে হবে

আজকে কালকে পুঁজিবাজার কী হলো, এই ভাবনা তো থাকবেই। এটি একটি স্বাভাবিক ব্যাপার। প্রতিদিন ভাবনার জায়গা পুঁজিবাজার। কিন্তু এর মধ্যে পড়ে থাকলেই চলবে না। পুঁজিবাজার নিয়ে দীর্ঘ মেয়াদি পরিকল্পনাও থাকতে হবে। পৃথিবীজুড়ে সব সময় সবখানেই দীর্ঘ মেয়াদি পরিকল্পনা গুরুত্ব পেয়ে থাকে। এ কারণে পুঁজিবাজারের টেকসই উন্নয়নও অব্যাহত থাকে।

আমাদের দেশে পুঁজিবাজার এতো বেশি অস্থির থাকে যে, অস্থিরতা কাটানো নিয়েই সময় পার হয়ে যায়। চলমান পরিস্থিতি মোকাবেলা করতেই ব্যস্ত থাকতে হয়। ফলে দীর্ঘ মেয়াদি পরিকল্পনার মধ্য দিয়ে বাজারকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটি সঠিকভাবে হয় না।

এ কারণে বাজার স্থিতিশীল হওয়া নিয়ে নানামুখী সংশয় কাজ করে। বিনিয়োগকারীদের মধ্যে অস্থিরতা ভর করে। এই অস্থিরতা কাটানোটা খুবই প্রয়োজন। না হলে আমাদের পুঁজিবাজার নিয়ে দীর্ঘ মেয়াদে সঠিক ভাবনার সুযোগ ব্যাহত হওয়ার আশঙ্কা থেকে যাবে। এর থেকে উত্তরণের জন্য এখনই সময় সঠিক পদক্ষেপ গ্রহণের। যাতে বাজার নিয়ে কেউ চাইলেই খেলতে না পারে। লাভ লোকসান থাকবেই। তারপরও সবকিছু ঠিক মতো চললে এখানে সব পক্ষেরই লাভবান হওয়ার কথা।