Stock Market Journal

পুঁজিবাজার থেকে ভয়-ভীতি দূর করা প্রয়োজন

দেশে করোনাভাইরাসের ক্রমবর্ধমান সংক্রমণ রুখতে ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত এক সপ্তাহ সারা দেশে কঠোর লকডাউন আরোপের সিদ্ধান্ত নেয় সরকার। এবারের লকডাউনে ব্যাংক বন্ধের ঘোষণা আসায় পুঁজিবাজারের লেনদেনও বন্ধ হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। পরে অবশ্য বিষয়টি বাতিল করা হয়। এ অবস্থায় কঠোর লকডাউনের মধ্যেও গত দুই কার্যদিবস বাজার ঊধ্বমুখী ছিল। অনেকে মনে করছেন, গত বছর লকডাউন শেষে পুঁজিবাজার খোলার পর তালিকাভুক্ত কোম্পানির শেয়ারদরে চাঙ্গা ভাব দেখা গেছে। সে সময় পড়তি বাজারে যারা কম দামে শেয়ার কিনে রেখেছিলেন তারাই পরবর্তী সময়ে লাভবান হয়েছেন। আগের সেই অভিজ্ঞতাকে বিবেচনায় রেখে এবারো কঠোর লকডাউনকালে কম দামে শেয়ার কেনার প্রবণতা দেখা যাচ্ছে বিনিয়োগকারীদের মধ্যে। আর এ কারণে দিনশেষে সূচক ও লেনদেনের পরিমাণ বেড়েছে।

মূল কথাটি হচ্ছে পুঁজিবাজর থেকে ভয়-ভীতি দূর করা প্রয়োজন। বাজারের  আরচরণ যদি স্বাভাবিক থাকে তাহলে বিনিয়োগকারীরা শেয়ার কেনা-বেচার সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। তখন বাজারের গতিশীলতা থাকবে। এভাবে ধীরে ধীরে বাজার স্থিতিশীল হয়ে উঠবে। এ কারণেরই সবার আগে  বিনিয়োগকারীদের মধ্য খেবে ভয় দূর করতে হবে।