Stock Market Journal

পুঁজিবাজার থেকে জুয়াড়ি মানসিকতার অবসান ঘটাতে হবে

আমাদের দেশের পুঁজিবাজারে কতিপয় গোষ্ঠী জুয়াড়ি মানসিকতা নিয়ে সক্রিয় থাকে। তারা মনে করে পুঁজিবাজার জুয়াড় মতো ছককাটা ঘর। এখানে একটু চালাকি করতে পারলেই বাজিমাৎ! এ কারণে অনেক সময় বিভ্রান্ত হন সাধারণ বিনিয়োগকারীরা। এই বিভ্রান্তি দূর করতে হলে ওই মানসিকতার অবসান ঘটাতে হবে। ওইসব চক্রকে পুঁজিবাজার থেকে বিতাড়িত করতে হবে। তা হলে অনেক কিছু স্পষ্ট হয়ে উঠবে।

পুঁজিবাজার আধুনিক অর্থনীতির অন্যতম স্তম্ভ। এখানে জুয়ার স্থান নেই। উন্নতবিশ্বের দিকে তাকালে, তাদের অভিজ্ঞতার দিকে তাকালে এই সত্যই চোখে পড়বে। কিন্তু আরও একটি সত্য হচ্ছে, আমাদের দেশে অনেক সময় চোখে দেখেও না দেখার ভান করা হয়। কতিপয় মানুষ নিজেদের স্বার্থ ছাড়া অন্য কিছুতে সজাগ হতে চান না। তারা জেগে জেগে ঘুমায়। সুতরাং তাদের জাগানো যাবে না। এই কারণেই পুঁজিবাজার জঞ্জালমুক্ত করতে হলে শক্ত হাতের শাসন দরকার। এখন দেখার বিষয় হচ্ছে বর্তমান নীতিনির্ধারকরা বিষয়টি কীভাবে দেখছেন। আমরা কেবল লিখতেই পারি, করার ক্ষমতা আমাদের নেই এবং এটি আমাদের কাজও না। তাই আমরা মনে করি এসব বিষয় সংশ্লিষ্টরা ভেবে উদ্যোগ নেবেন।