যেকোনো বিষয়ে চালাকি করে একবার দুবার পার পাওয়া যায়। এরপরও যদি একই ঘটনা ঘটে তাহলে বুঝতে হবে কোথাও গলদ রয়েছে। এই গলদ কাটানো না গেলে লক্ষ্যপূরণ সম্ভব নয়। দেশের পুঁজিবাজারে বিষয়েও এ ধরনের কথা খাটে। এখানেও অনেক ধরনের কুটচাল রয়েছে, এসব দূর করতে হবে। বিশেষ করে তালিকাভুক্ত কোম্পানিগুলো যাতে সাধারণ বিনিয়োগকারীদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা করতি না পারে সেটি নিশ্চিত করতে হবে।
পুঁজিবাজার কোনো একক প্রতিষ্ঠান নয়। এখানে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, তালিকাভুক্ত কোম্পানি, ব্রোকারেজ হাউজ, বাজার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও নিয়ন্ত্রক সংস্থা ইত্যাদি রয়েছে। এসব সংস্থার মধ্যে কোনো একটিতে গাফিলতি থাকলে বাজারে এর নেতিবাচক প্রভাব পড়বে। এ কারণে কেউ যাতে আড়ালে বসে কূটচাল দিতে না পারে সেটি খেয়াল রাখ দরকার। তবে এখানে সরকারের ভূমিকা সামান্যই। তাই বাজার ধস কিংবা কোনো ঘটনা ঘটলেই সরকার সব দোষ, এমনটি বলা সমীচিন নয়। মূলত বাজার কর্তৃপক্ষ ও নিয়ন্ত্রক সংস্থাই সব কিছু বেবিচনায় নেবে। সংশ্লিষ্ট অন্য প্রতিষ্ঠানগুলোকেও সমন্বয় করে কাজ করতে হবে। যার মধ্য দিয়ে বাজার স্বচ্ছ ও স্থিতিশীল হতে পারে।