Stock Market Journal

পুঁজিবাজার থেকে অনৈতিক মুনাফাকারীদের দূর করতে হবে

অনেক ধরেই দেশের পুঁজিবাজারে ভালো দিন যাচ্ছে না। বিশেষ করে প্রস্তাবিত জাতীয় বাজেটের পর বাজারের স্থিতিশলতা নিয়ে বেশ শংসয় দেখা দিয়েছে। বিদায়ী সপ্তাহের শেষে বাজার ঘুরে দাঁড়ালেও এর স্থায়ীত্ব নিয়ে শংসয় কাটছে না। আবার বাজেটের দোষই বা কী করে হয়, তার অনেক আগে থেকেই তো বাজার চরম অস্থির আর নিম্নমুখী। একদিন সূচক বাড়লে চার দিন কমে। এমন চিত্র দেখে হতাশ সাধারণ বিনিয়োগকারীরা। ফলে বাজারের স্বাভাবিকতা নিয়ে রয়েছে চরম অনিশ্চয়তা। এটি দূর করতে হলে সবার আগে দেখা উচিত পুঁজিবাজারে কোনো ধরনের অনৈতিক চর্চা আছে কি না।

পুঁজিবাজার স্থিতিশীল করার ক্ষেত্রে অন্তরায় হচ্ছে অনৈতিকভাবে মুনাফা করার প্রবণতা। এটি সকলে না করলেও মহলবিশেষ করছে। আর এ কারণে ব্যাপক ক্ষতির শিকার হচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা। একইসঙ্গে অস্থিরতা যেনো বাজারের টুটি চেপে ধরছে। সুতরাং এই অনৈতিকভাবে মুনাফাকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি আর যেনো বিষয়টি না হয় সেই পদক্ষেপও নিতে হবে। এটি বিনিয়োগকারীদের দীর্ঘদিনের দাবি হলেও বিষয়টি উপেক্ষিত থেকে গেছে। এখন সময় এসেছে এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার।