Stock Market Journal

পুঁজিবাজার গুজবমুক্ত করতে ব্যবস্থা নিন

কতিপয় স্বার্থান্বেষী পুঁজিবাজারের সর্বনাশ করছে। কিন্তু নিয়ন্ত্রক সংস্থা বা বাজার কর্তপক্ষ কার্যত তেমন কিছুই করতে পারছে বলে মনে হচ্ছে। দেশের পুঁজিবাজারে রাংবারই গুজব ছড়িয়ে বিনিয়োগকারীদের সর্বস্বান্ত করা হচ্ছে। বর্তমান ডিজিটাল যুগে এটি কী করে সম্ভব। গুজব রটনার জন্য ফেসুবেকর মতো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা হচ্ছে। আমরা মনে করি বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জানা-বোঝার বাইরে থাকার কথা নয়। তারপরও কেনো এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছেনা এটি বোধগম্য  নয়।

বিশেষ করে সম্প্রতি করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ার বিষয়টিকে কেন্দ্র করে পুঁজিবাজার বন্ধ হয়ে যাবে বা লকডাউন আসছে এমন গুজব রটানো হয়। এ কারণে বাজারে নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছে। যা কিছুতেই কাম্য নয়। কী কারণে কারা এই গুজব ছড়াচ্ছে, এটি খুঁজে বের করা দরকার। একই সঙ্গে জড়িতদের জেলে ঢুকানোর ব্যবস্থা করা উচিত। কারণ কতিপয় চক্রের জন্য পুঁজিবাজারের এমন ক্ষতি মেনে নেওয়া যায় না। আমরা আশা করি সংশ্লিষ্টরা বিশেষ করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ নেবে।