অর্থনীতি একটি দেশের মেরুদণ্ড। এর সঙ্গে যুক্ত জাতির উন্নয়নের সূচকও। আর অর্থনীতির অন্যতম অঙ্গ দেশের পুঁজিবাজার। সেই পুঁজিবাজার কখনো কোনো গোষ্ঠী কিংবা ব্যক্তির স্বার্থ হাসিলের হাতিয়ার হতে পারে না। এটি সর্বজনীন একটি ক্ষেত্র হিসেবে সব সময়ই বিবেচ্য। কিন্তু আমাদের দেশে বাস্তবে এমনটি হয় না। কখনো কখনো দেখা যায় এখানে কতিপয় চক্র কিংবা গোষ্ঠী স্বার্থ হাসিলে সক্রিয় হয়ে ওঠে।
আধুনিককালে পুঁজিবাজার জুয়া খেলার জায়গা নয়। এখানে বুদ্ধি বিবেচনা খাটিয়ে বিনিয়োগ করতে হয়। আর এই বিনিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্যও থাকা চাই উপযুক্ত আইনি কাঠামো। যার মধ্য দিয়ে পুঁজিবাজারে সংশ্লিষ্ট সব পক্ষগুলো ন্যায়সঙ্গত আচরণ করবে। প্রত্যেকের অধিকার ও প্রাপ্তি নিশ্চিত হবে। এই কাজ সঠিকভাবে হচ্ছে কিনা সেটি দেখভাল করার জন্য সরকারের বিভিন্ন সংস্থা রয়েছে। এসব সংস্থার কাজ হওয়া উচিত সকল অংশীজনের স্বার্থ নিশ্চিত করা। যাতে কেউ বঞ্চিত না হয়। কিন্তু বিভিন্ন সময় এর ব্যত্যয় ঘটছে। এ কারণে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতির শিকার হচ্ছেন। এই ধরনের বিষয় পুঁজিবাজার থেকে দূর করতে হবে।