Stock Market Journal

পুঁজিবাজার কখনও কখনও দুর্বোধ্য হতে পারে কিন্ত অবোধ্য নয়

পুঁজিবাজার কখনও কখনও দুর্বোধ্য হতে পারে কিন্ত অবোধ্য নয়

দাস ব্যবসার জন্য কুখ্যাত ছিল ব্রিটিশ বাণিজ্য কোম্পানি সাউথ সি কোম্পানি। ১৭২০ সালের সেপ্টেম্বরে এই কোম্পানির শেয়ারের দামে ধস নামলে অনেক বিনিয়োগকারী সর্বস্বান্ত হন। এই কোম্পানির শেয়ার বহু বিখ্যাত ব্যক্তিও কিনেছিলেন। তার মধ্যে ছিলেন প্রখ্যাত বিজ্ঞানী আইজ্যাক নিউটনও। সাউথ সি কোম্পানির শেয়ার কিনে তিনি ২০ হাজার পাউন্ড লোকসান গুনেছিলেন। তখন বিখ্যাত এই বিজ্ঞানী আফসোস করে বলেছিলেন, ‘আমি গ্রহ-নক্ষত্রের গতিকে পরিমাপ করা শিখলাম, কিন্তু শেয়ারবাজারের গতিকে বুঝতে পারলাম না।’

বিজ্ঞানী নিউটন পুঁজিবাজারের গতি বুঝতে না পারলেও বহু মানুষ বুঝতে পেরেছেন এবং সাফল্য অর্জন করেছেন। এর থেকে বোঝা যায় পুঁজিবাজার কখনও কখনও দুর্বোধ্য হলেও অবোধ্য নয়। কিন্তু আমাদের দেশের পুঁজিবাজার গত প্রায় ৯ বছর ধরে যে আচরণ করছে এটি প্রায় অবোধ্য। কারণ হচ্ছে বাজার স্বাভাবিক আচরণ করছে না। স্বাভাবিক  বাজার কখনও কখনও দুর্বোধ্য হলেও অবোধ্য হয় না। যখন বাজারে কারসাজি, অনিয়ম হয় তখনই বাজার অবোধ্য হয়ে পড়ে এবং মানুষ বাজারের চরিত্র বুঝতে পারে না। তাই সবার আগে আমাদের স্বাভাবিক বাজারের নিশ্চয়তাই কাম্য।