বহু দেন-দরবারের পর গত মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক চমক দেখাল। তাও আবার ১০-২০ নয়, ১১০ পয়েন্ট! এর আগে সংশ্লিষ্ট সংস্থাগুলোর বৈঠকের পর বৈঠক হয়। দৃশ্যত অনেকে মনে করেছিলেন, বাজার হয়তো ঘুরে দাঁড়াল। কিন্তু পরের দিনই ‘যেই লাউ সেই কদু।’ অর্থাৎ সূচকের ৪০ পয়েন্ট পতন।
এদিকে পুঁজিবাজারে থেকে কারসাজিসহ নানা কারণে ৫০-৬০ হাজার কোনি টাকা বের হয়ে গেছে বলে সংশ্লিষ্টরা মনে করেন। সেখানে আইসিবিকে ২০০ কোটি টাকা দেওয়াটা এক ধরনের মস্করা নয়? যেমন রোগ তেমন চিকিৎসা না হলে পরিস্থিতি স্থিতিশীল হবে কী করে? এছাড়া যেসব কারণে পুঁজিবাজারের এই পরিণতি, সেগুলো চিহ্নিত না করে সিদ্ধান্তের পর সিদ্ধান্তের প্রলেব দিলে কতাটা কাজ হবে সেটি ভেবে দেখার সময় এসেছে। প্রায় ৯ বছর ধরে বাজার অগোছালো। এর মধ্যে বহু সিদ্ধান্ত নেয়া হয়েছে বাজার স্থিতিশীল হয়নি। বাজারের অস্থিরতা এখন বিনিয়োগকারীদের মধ্যেও ছড়ি পড়েছে। তারাও স্থির সিদ্ধান্ত নিতে পারছেন না। সুতরাং বড় ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন। লাম-ছাম করে কোনো কাজ হবে বলে মনে হয় না। এদিকে বাজার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে যে অনাস্থা তৈরি হয়েছে সেটি দূর করার জন্য শুদ্ধি অভিযান দরকার। তাহলেই একটি উপযুক্ত কাজ হতে পারে।