গণমাধ্যমের খবরে জানা যায় সম্প্রতি পুঁজিবাজারের বিদ্যমান সংকট কাটাতে ৫ সদস্যের উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করেছে অর্থমন্ত্রনালয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম এরই মধ্যে এ কমিটির অনুমোদন দিয়েছেন বলে জানা যায়। বিষয়টি আমরা সাধুবাদ জানাই। সেই সঙ্গে বলতে চাই- অতীতে দেখা গেছে পুঁজিবাজার উন্নয়নের ক্ষেত্রে ঢাকঢোল পিটিয়ে কমিটি গঠন করা হলেও বাস্তবে দেখা যায় যত গর্জে তত বর্ষে না। এর ফলে এসব বিষয়ে মানুষের আস্থা জন্মায় না। এবার যেনো তেমনটি না হয়, সে বিষয়ে লক্ষ্য রাখা প্রয়োজন।
দীর্ঘ দরপতনের ফলে বাজার এখন বিধ্বস্ত। এই বাজারকে স্বাভাবিক করতে হলে দরকার কার্যকর পদক্ষেপ। আর পদক্ষেপ নিলেই হবে না। এর বাস্তবায়নও করতে হবে শক্ত হাতে। আমাদের দেশে অনেক বিষয়ে উদ্যোগ নিলেও বাস্তবায়নের গতি ধীর হয়ে যায় অথবা থমকে যায়। এটি সামগ্রিক বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করে। এই কারণেই পদক্ষেপ ততটুকুই নেয়া দরকার, যতটুকু বাস্তবায়ন করা সম্ভব। এসব ক্ষেত্রে কমিটিতে তাদেরই থাকা দরকার যারা সৎ এবং যোগ্য। তা না হলে এ ধরনের কমিটি কেবল কাগজে কলমেই থেকে যাবে।