Stock Market Journal

পুঁজিবাজারে স্বাভাবিক সংশোধনে ক্ষতি নেই

দেশের পুঁজিবাজারে কিছুটা মূল্য সংশোধন চলছে। গত তিন দিন সূচক কমেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। পাশাপাশি লেনদেনও কমেছে। এতে প্রশ্ন উঠতে পারে একটানা বড় উত্থানের পর তবে কি মূল্য সংশোধন শুরু হয়েছে? এ প্রশ্নের উত্তর যেমনই হোক, একটি বিষয় স্পষ্ট সেটি হচ্ছে, পুঁজিবাজারে স্বাভাবিক সংশোধনে ক্ষতি নেই। বরং কখনো কখনো সংশোধন দরকার। এটি বাজারের গতিশীলতার মধ্যে ভারসাম্য তৈরি করে।

সূচকের সামান্য সংশোধনে সবচেয়ে বেশি কমতে শুরু করেছে দুর্বল মানের কোম্পানিগুলোর শেয়ারের দাম। উত্থানপর্বে এসব কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বেড়েছিল। যেভাবে দাম বেড়েছিল মূল্য সংশোধন শুরু হওয়ায় তার চেয়ে বেশি গতিতে দাম কমতে শুরু করেছে এসব কোম্পানির শেয়ারের।

যদি স্বাভাবিকভাবে সংশোধন হয়, সেটি বাজারকে স্থিতিশীল করতে সহায়ক হবে। কারণ একটানা উত্থানের কারণে বাজারে অনেক শেয়ারের ক্ষেত্রে ঝুঁকি সৃষ্টি হয়। উত্থানের কারণে সব ধরনের শেয়ার দর বাড়ার প্রবণতা কিন্তু সঠিক নয়। কোম্পানির অবস্থার সঙ্গে সামঞ্জস্য হয়ে শেয়ার দর বাড়া-কমার বিষয়টিই বেশি যৌক্তিক। তা না হলে ওই শেয়ার দরে ধস নামার আশঙ্কা থাকে।