বর্তমানে পুঁজিবাজারে টানা দরপতনের কারণে সাধারণ বিনিয়োগকারীদের রক্তকরণ চলছে। তারা কোনো দিশা খুঁজে পাচ্ছেন না। প্রতিদিনই শেয়ারের দর কমছে। বুধবারও
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন আড়াই শ কোটিতে নেমেছে। এদিন ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ২৫৮ কোটি টাকা, যা গত প্রায় দেড় মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে সর্বশেষ গত ৩ জানুয়ারি ডিএসইতে ১৯৯ কোটি টাকার সর্বনিম্ন লেনদেন হয়েছিল।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬ হাজার ২১৮ পয়েন্টের আগের দিনের অবস্থানেই অপরিবর্তিত ছিল।
বাজার এখন অনেকটাই প্রাণহীন হয়ে গেছে। দৈনন্দিন লেনদেনে বিনিয়োগকারীদের অংশগ্রহণ খুব বেশি নেই বললেই চলে। এর বড় কারণ, গত ডিসেম্বর শেষে যেসব কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেখানে বেশির ভাগ কোম্পানির আয় ও মুনাফা কমেছে, যার প্রভাব বাজারে পড়েছে।
তালিকাভুক্ত কোম্পানিগুলোর অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদনের তথ্যের নেতিবাচক প্রভাব বাজারে পড়েছে। কারণ, উৎপাদন খাতের বেশির ভাগ কোম্পানির আয় ও মুনাফা কমেছে। লাভজনক অনেক কোম্পানি গত ছয় মাসে লোকসানে চলে গেছে। ফলে বিনিয়োগকারীরা এসব কোম্পানিতে বিনিয়োগে সাহস দেখাচ্ছেন না। এতে বিনিয়োগকারীরা চরম হতাশায় পড়েছেন।