Stock Market Journal

পুঁজিবাজারে সকল পক্ষের জবাবদিহি নিশ্চিত হওয়া দরকার

যেকোনো কাজেরে ক্ষেত্রেই জবাবদিহি থাকা প্রয়োজন। এতে কাজে স্বচ্ছতা থাকে এবং পারস্পারিক সম্পর্ক জোরদার হয়। পুঁজিবাজার হচ্ছে একটি বহুপক্ষীয় ব্যাপার। এখানে কোম্পানি,  বিনিয়োগকারী, কর্তৃপক্ষ, নিয়ন্ত্রক সংস্থাসহ আরও অংশীজন রয়েছে। এদের একজনের কাজ একেক রকম। সবার কাজ মিলেই পুঁজিবাজার চলে। এটি একটি টিমওয়ার্ক। তাই সব পক্ষের কাজে নজরদারি ও জবাবদিহি থাকা দরকার।

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির ওপর সব দায় চাপিয়ে দিয়ে কর্তৃপক্ষ অনেক সময় খালাস হতে চায়। এটি কাম্য নয়। যখন তখন সবাইকে কৈফিয়ত দিতে হবে কেনো পুঁজিবাজারে একের পর এক অনিয়ম হয়। কারসাজি তো আর ভূত এসে করে না। কোনো না কোনো মানুষই করে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও, অপরাধের তুলনায় সেটি সামান্য। আবার অনেক ক্ষেত্রে অনিয়মকারীরা পার পেয়ে যায়। কেনো পার পেয়ে যায়, কার জন্য পার পেয়ে যায়, এটিও দেখা দরকার। আর এই কারণেই সকল পক্ষের কাজে জবাবদিহি থাকা প্রয়োজন। বিশেষ করে পুঁজিবাজার কর্তৃপক্ষ বা নিয়ন্ত্রক সংস্থার কাজে কোনো গাফিলতি আছে কি না, সেটি খুঁজে বের করতে হবে। তা হলেই পুঁজিবাজার থেকে অনিয়ম দূর করা সম্ভব।