Stock Market Journal

পুঁজিবাজারে লেনদেন বাড়ানোর পদক্ষেপ নিতে হবে

দেশের পুঁজিবাজারে লেনদেনের পরিমাণ বাড়ানোর পদক্ষেপ নিতে হবে। এ জন্য সাধারণ বিনিয়োগকারীদের পাশাশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়াতে হবে। বর্তমানে যে পরিমাণ লেনদেন হচ্ছে, সেটি যথেষ্ট নয়। দেশের অর্থনীতির আকার বিবেচনায় নিলে পুঁজিবাজারে লেনদেনের পরিমাণ খুবই কম। এছাড়া চলমান বাজারেই প্রায় তিন হাজার কোটি টাকা লেনদেন হয়েছে। সম্প্রতি লেনদেন এক হাজার কোটি টাকার নিচে নেমে এসেছে। গত দুয়েক কার্যদিবসে লেনদেনের পরিমাণ কিছুটা বাড়লেও, এটি আশানুরূপ নয়।

একটি দেশের পুঁজিবাজারে প্রাতিষ্ঠান বিনিয়োগ সিংহভাগ ভূমিকার রাখতে পারে। তাই প্রাতিষ্ঠানি বিনিয়োগকারীদের বাজারের লেনদেনের পরিমাণ বাড়ানো উচিত। সেই লক্ষ্যে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) পদক্ষেপ নিতে হবে। এটি করতে হবে পুঁজিবাজারের স্বার্থেই।

বাজারা তদারকি জোরদার করলে স্বচ্ছতা আসবে। আর সেটি সম্ভব হলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পাশাপাশি ক্ষুদ্র বিনিয়োগকারীরাও সক্রিয় হবেন। সব ধরনের বিনিয়োগকারীদের অংশগ্রহণমূলক একটি বাজার দাঁড় করাতে হবে। তা হলে লেনদেন খরা কাটবে। এর মধ্য দিয়ে পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থাও বাড়বে। এখন নিয়ন্ত্রক সংস্থার উচিত সেই লক্ষ্যে কাজ করা।