Stock Market Journal

পুঁজিবাজারে রেকর্ড হচ্ছে, স্বচ্ছ হচ্ছে কি?

দেশের পুঁজিবাজারে সূচকের একের পর এক রেকর্ড হচ্ছে। প্রত্যাশা অনুযায়ী বাজার এগিয়ে যাচ্ছে বলে সংশ্লিষ্ট মহলে থেকে দাবি করা হচ্ছে। অনেকেই মনে করেছেন পুঁজিবাজার নতুন উচ্চতায় যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এতসবের পরও বাজার স্বচ্ছ হয়েছে কি?

আমরা মনে করি, বর্তমান নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনেক কৃতিত্ব রয়েছে বাজারের বর্তমান উন্নতির জন্য। সংস্থাটি বেশকিছু পদক্ষেপ নিয়েছে, যা পুঁজিবাজারের জন্য অবশ্যই ইতিবাচক। এর কিছুটা সুফল বাজারে দেখা যাচ্ছে। আমরা বরাবরই বলে আসছি, নিয়ন্ত্রক সংস্থা চাইলে অনেক কিছু করতে পারে। বর্তমান কমিশন সেটি করে দেখিয়েছে। এতে বাজার ভালো হচ্ছে। তবে এখানেই শেষ নয়। একটি স্বচ্ছ পুঁজিবাজার প্রতিষ্ঠা করতে হলে আরও অনেক দূর যেতে হবে।

দেশের অর্থনৈতিক বাস্তবতা অনুযায়ী পুঁজিবাজার বিকশিত হওয়ার অনেক সুযোগ রয়েছে। জনবহুল একটি দেশ হিসেবে সেভাবে এখনও পুঁজিবাজারকে কাজে লাগানো সম্ভব হয়নি। যদি কাজটি সম্ভব হয় তাহলে দেশের সামগ্রিক অর্থনীতি লাভবান হবে। একই সঙ্গে একটি উন্নত পুঁজিবাজার গড়ে তোলার পথও সুগম হবে।