Stock Market Journal

পুঁজিবাজারে রাতারাতি আস্থা ফিরবে না

এক দুই পাঁচ বছর নয় দশকেরও বেশি সময় ধরে পুঁজিবাজারে অস্বাভাবিক আচরণের কারণে বিনিয়োগকারীদের অনাস্থা তৈরি হয়েছে। বহুবার বিনিয়োগকারীরা প্রতারণার শিকার হয়েছেন। কখনও কতিপয় ব্যক্তি বা কোম্পানি এমন প্রতারণা করেছে। তাদের অনিয়মের কারণে পুঁজিবাজার থেকে হাজার হাজার কোটি টাকা নাই হয়ে গেছে। এই টাকা বিনিয়োগকারীদের পরিশ্রমের টাকা। দুর্নীতি কিংবা অনিয়মের টাকা নয়। তাই বিনিয়োগকারীরা সব সময়ই বাজার নিয়ে আস্থার সংকটে পড়েন। এই সংকট রাতারাতি দূর হবে না। এর জন্য দীর্ঘ মেয়াদি পদক্ষেপ দরকার।

সর্বনাশ হয়ে গেলে সংশ্লিষ্টদের হুঁশ হয়। এটি একটি নিয়মে পরিণত হয়েছে। এ কারণে কতিপয় কারসাজি চক্র নতুন নতুন ফন্দি করে। এর মধ্য দিয়ে সাধারণ বিনিয়োগকারীরা ধরাশায়ী হন। তাদের পুঁজি হাতিয়ে নেওয়া হয়। এটি চরম অন্যায়। একটি উন্নত পুঁজিবাজারে এ ধরনের ঘটনা ঘটতে পারে না। আমাদের বাজারে এটি প্রায়ই হয়। যেভাবেই হোক এর অবসান হওয়া দরকার। দুনিয়ার অন্যসব দেশ পারলে আমরা পারবো না কেনো? নিশ্চয় এর মধ্যে কোথাও গলদ রয়েছে। এটি চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।