Stock Market Journal

পুঁজিবাজারে যারা অনিয়ম করে তারা দেশের ভালো চায় না

বাংলাদেশের স্বাধীনতার চেয়ে বড় কোনো অর্জন নেই। আর এই স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে হলে দরকার অর্থনৈতিক মুক্তি। সেই মুক্তির জন্য দেশের সাধারণ মানুষ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু অল্প কিছু স্বার্থন্বেষীর কারণে দেশের অর্থনীতি বারবার হোঁচট খাচ্ছে। কতিপয় চক্র অন্যান্য খাতের মতো দেশের পুঁজিবাজারেও সক্রিয়। তাদের জন্য মাথা তুলে দাঁড়াতে পারছে না পুঁজিবাজার। এই অবস্থা থেকে পুঁজিবাজারকে মুক্ত করতে হবে। কারণ পুঁজিবাজারে যারা অনিয়ম করে তারা দেশের মঙ্গল চায় না।

পুঁজিবাজারের ব্যর্থতার কারণে সরকারের অর্জন ম্লান হয়ে যায়। যদিও পুঁজিবাজার সরাসরি সরকার চালায় না। এর জন্য আলাদা সংস্থা রয়েছে। কিন্তু এসব সংস্থার ব্যর্থতার দায়ভার এসে সরকারের ওপর পড়ে। মানুষ সরকার সম্পর্কে ভুল ধারণা করতে পারে। এই কারণে সরকারের উচিত পুঁজিবাজারের দিকে নজর দেয়া। বাজার থেকে অনিয়ম দূর করতে পারে এমন লোককে দায়িত্ব দেওয়া। কারণ দুয়েকটি সংস্থার ব্যর্থতার কারণে দায় চাপে সরকারের ঘাড়ে। এ জন্যই আমরা বলি সরকারের উচিত এসব বিষয়ে সতর্ক হওয়া এবং পদক্ষেপ গ্রহণ করা।