টানা দরপতনের বৃত্তে আটকে গেছে দেশের পুঁজিবাজার। সেই সঙ্গে দেখা দিয়েছে লেনদেন খরা। এর মধ্য দিয়ে দীর্ঘ মন্দার কবলে পড়েছে দেশের পুঁজিবাজার। এটি অর্থনীতির জন্য অশনি সংকেত। তাই মন্দা কাটানোর জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এর জন্য সরকারের নীতিনির্ধারকদেও মনোযোগ বাড়াতে হবে। শুধ নিয়ন্ত্রক সংস্থার পক্ষে সংকট কাটিয়ে ওঠা সম্ভব নয়।
আসন্ন নতুন বছরে পুঁজিবাজার যাতে চলমান মন্দা থেকে উঠে দাঁড়াতে পারে, সে বিষয়ে এখনই ভাবনা-চিন্তা দরকার। আগে থেকে সঠিক পরিকল্পনা নিয়ে এগোতে না পারলে সংকট আরও দীর্ঘায়িত হতে পারে। এতে শুধু পুঁজিবাজার নয়, গোটা অর্থনীতিই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া আগামী জাতীয় নির্বাচন ঘনিয়ে আসার আগেই পুঁজিবাজারের একটি শক্ত ভিত্তি প্রয়োজন।
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোরও এ ক্ষেত্রে দায় রয়েছে। কারণ বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা নিয়ে তারা যে ব্যবসা পরিচালনা করছে, সেখানেও দায়বদ্ধতা তৈরি হওয়া দরকার। যাতে সাধারণ বিনিয়োগকারীরা সঠিক বিনিয়োগের উৎসাহ পান। প্রতিটি বিষয়ে এখানে মনোযোগ বাড়ানো দরকার। এটি সম্ভব হলে বাজার থেকে মন্দা তাড়ানো সহজ হবে।